Создатели
ИСПОЛНИТЕЛИ
Promit Sen
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Автор песен
Слова
তোমারেই প্রাণের আশা কহিব
তোমারেই প্রাণের আশা কহিব
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে
সুখে-দুখে-শোকে আঁধারে-আলোকে
চরণে চাহিয়া রহিব
তোমারেই প্রাণের আশা কহিব
কেন এ সংসারে পাঠালে আমারে
তুমিই জান তা প্রভু গো
কেন এ সংসারে পাঠালে আমারে
তুমিই জান তা প্রভু গো
তোমারি আদেশে রহিব এ দেশে
তোমারি আদেশে রহিব এ দেশে
সুখ দুখ যাহা দিবে সহিব
তোমারেই প্রাণের আশা কহিব
যদি বনে কভু পথ হারাই, প্রভু
তোমারি নাম লয়ে ডাকিব
যদি বনে কভু পথ হারাই, প্রভু
তোমারি নাম লয়ে ডাকিব
বড়োই প্রাণ যবে আকুল হইবে
বড়োই প্রাণ যবে আকুল হইবে
চরণ হৃদয়ে লইব
তোমারেই প্রাণের আশা কহিব
তোমারি জগতে প্রেম বিলাইব
তোমারি কার্য যা সাধিব-
তোমারি জগতে প্রেম বিলাইব
তোমারি কার্য যা সাধিব-
শেষ হয়ে গেলে ডেকে নিয়ো কোলে
শেষ হয়ে গেলে ডেকে নিয়ো কোলে
বিরাম আর কোথা পাইব
তোমারেই প্রাণের আশা কহিব
তোমারেই প্রাণের আশা কহিব
Written by: Rabindranath Tagore