Слова
আমার প্রাণ বিনোদিয়া রে, বন্ধু বিনোদিয়া
আমার প্রাণ বিনোদিয়া রে, বন্ধু বিনোদিয়া
আমি আর কত কাল রাখবো যৌবন প্রদীপ জ্বালাইয়া রে
প্রাণ বিনোদিয়া
আগে যদি জানতাম বন্ধু যাইবা রে ছাড়িয়া
আগে যদি জানতাম বন্ধু যাইবা রে ছাড়িয়া
আমি দুই চরণ বান্ধিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে
প্রাণ বিনোদিয়া
মাতা ছাড়ালাম, পিতা ছাড়লাম, ছাড়লাম সোনার পুরী
মাতা ছাড়ালাম, পিতা ছাড়লাম, ছাড়লাম সোনার পুরী
আমি তোমায় লয়ে পাগল হয়ে দেশ-বিদেশে ঘুরি রে
প্রাণ বিনোদিয়া
আমার প্রাণ বিনোদিয়া রে, বন্ধু বিনোদিয়া
Written by: Satya Saha


