Создатели
ИСПОЛНИТЕЛИ
Kabir Suman
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Автор песен
Слова
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কারা এই সমুখ দিয়ে
আসে যায় খবর নিয়ে
কারা এই সমুখ দিয়ে
আসে যায় খবর নিয়ে
খুশী রই আপন মনে
বাতাস বহে
বাতাস বহে সুমন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সারাদিন আঁখি মেলে
দুয়ারে রব একা
শুভক্ষণ হঠাৎ এলে
তখনি পাব দেখা
সারাদিন আঁখি মেলে
দুয়ারে রব একা
শুভক্ষণ হঠাৎ এলে
তখনি পাব দেখা
ততক্ষণ ক্ষণে ক্ষণে
হাসি গাই আপন-মনে
ততক্ষণ ক্ষণে ক্ষণে
হাসি গাই আপন-মনে
ততক্ষণ রহি রহি
ভেসে আসে
ভেসে আসে সুগন্ধ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
Written by: Rabindranath Tagore