Слова
কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম
দেখিলাম খোলা বাতায়নে
মালা গাঁথো আপন-মনে
মালা গাঁথো
গাও গুনগুন গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে
কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে, সারা আকাশ
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে
কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম
Written by: Rabindranath Tagore


