Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Minar Rahman
Minar Rahman
Исполнитель
МУЗЫКА И СЛОВА
MMP Rony
MMP Rony
Композитор
Istiaque Ahmed
Istiaque Ahmed
Автор песен

Слова

কিছু অভিমানী জল
কিছু মেঘেদের দল
কিছু ভুল কোলাহল
মাখা নীল
কিছু দখিনা হাওয়া
কিছু না চেয়েও পাওয়া
কিছু ভালোলাগা
না লাগা দিন
কিছু অভিমানী জল
কিছু মেঘেদের দল
কিছু ভুল কোলাহল
মাখা নীল
কিছু দখিনা হাওয়া
কিছু না চেয়েও পাওয়া
কিছু ভালোলাগা
না লাগা দিন
তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকে কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না
নাম ধরে ডাকে ফিরে ফিরে
কিছু সময়ের ব্যবধান
কিছু ভুল সুর ভুল গান
ভুল করে গেয়েছিলে কবে?
আজও ভাঙে গড়ে মন
হয়তোবা অকারণ
বলে যায় ফের দেখা হবে
তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকে কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়ে দেখি
ভুলতে পারি না
নাম ধরে ডাকে ফিরে ফিরে
আজও কত চিঠি, কত খাম
হাওয়ায় উড়িয়ে দিলাম
ঠিকানাটা হারালো যে কই
ভেতরে কি লেখা ছিলো তা
ধূলো জমা স্মৃতি হাহাকার
জানা হবে না তা কখনোই
তোমার স্মৃতি কি আজ
ভুলে যাওয়া হবে না?
আমাকে কেন রাখে ঘিরে?
ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না
নাম ধরে ডাকে ফিরে ফিরে
কিছু অভিমানী জল
কিছু মেঘেদের দল
কিছু ভুল কোলাহল
মাখা নীল
কিছু দখিনা হাওয়া
কিছু না চেয়েও পাওয়া
কিছু ভালোলাগা
না লাগা দিন
Written by: Istiaque Ahmed, MMP Rony
instagramSharePathic_arrow_out

Loading...