Создатели
ИСПОЛНИТЕЛИ
Debadrito Chattopadhyay
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Автор песен
Слова
ওগো শেফালি বনের মনের কামনা
কেন সুদূর গগনে গননে
আছ মিলায়ে পবনে পবনে
কেন কিরণে কিরণে ঝলিয়া
যাও শিশিরে শিশিরে গলিয়া
কেন চপল আলোতে ছায়াতে
আছ লুকায়ে আপন মায়াতে
তুমি মুরতি ধরিয়া চকিতে নামো না
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ভ্রমর ভোলে মধু খেতে
উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ ভ্রমর ভোলে মধু খেতে
উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ কিসের তরে নদীর চরে
কিসের তরে নদীর চরে
চখা-চখীর মেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
ওরে যাব না আজ ঘরে রে ভাই
যাব না আজ ঘরে
ওরে যাব না আজ ঘরে রে ভাই
যাব না আজ ঘরে
ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ
নেব রে লুট করে
যাব না আজ ঘরে
যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি
যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি
বিনা কাজে বাজিয়ে বাঁশি
কাটবে সকল বেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা
Written by: Rabindranath Tagore

