Создатели
ИСПОЛНИТЕЛИ
Selim Chowdhury
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Istiaq Rupu
Автор песен
Слова
না ভাসাইমু জলে, কন্যা, যদি ডুবে যাও
জমিনে না রাখিমু তোমায় যদি কষ্ট পাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
না ভাসাইমু জলে, কন্যা, যদি ডুবে যাও
জমিনে না রাখিমু তোমায় যদি কষ্ট পাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
পালেতে আজ প্রেমের হাওয়া, ভালেতে প্রেমিক মন
দিবানিশি তোমায় নিয়া দেখি যে স্বপন
পালেতে আজ প্রেমের হাওয়া, ভালেতে প্রেমিক মন
দিবানিশি তোমায় নিয়া দেখি যে স্বপন
আকাশ তোমায় দিলাম, কন্যা, জোছনা ভরা গাও
জমিনে না রাখিমু তোমায় যদি কষ্ট পাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
নাওটি কভু নাহি থামে, কন্যারে খুঁজে ডানে-বামে
উজানগাঙে ভাসাইছি নাও, ঝড় উঠেছে প্রেমিক মনে
নাওটি কভু নাহি থামে, কন্যারে খুঁজে ডানে-বামে
উজানগাঙে ভাসাইছি নাও, ঝড় উঠেছে প্রেমিক মনে
সেই ঝড়েতে হারিয়ে যাবো, কন্যা, হাত বাড়াও
জমিনে না রাখিমু তোমায় যদি কষ্ট পাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
তোমার লাগি বানাইয়াছি মনপবনের নাও
Written by: Istiaq Rupu

