Создатели

ИСПОЛНИТЕЛИ
Selim Chowdhury
Selim Chowdhury
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Radha Romon
Radha Romon
Автор песен

Слова

নিশীথে জাগিয়া
নিশীথে জাগিয়া
আকুল হইলাম, রাধে, আমি তোমার লাগিয়া গো
ওগো রাধে, চাও না ফিরিয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
নিশীথে জাগিয়া
আকুল হইলাম, রাধে, আমি তোমার লাগিয়া গো
ওগো রাধে, চাও না ফিরিয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
ও রাধে গো
তোমার লাগিয়া গো আমি বৃন্দাবন সাজাইলাম
তোমার রূপ গাইবার লাগি আমি মুরলী শিখিলাম
প্রেমের প্রেমিক গো যারা প্রেমে যায় ভাসিয়া
তুমি হইয়ো প্রেমযমুনা, আমি হবো নাইয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
নিশীথে জাগিয়া
আকুল হইলাম, রাধে, আমি তোমার লাগিয়া গো
ওগো রাধে, চাও না ফিরিয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
ও রাধে গো
টাকা নয় গো, পয়সা নয় গো, পিরিতের লাগিয়া
তোমার ঋণ শোধবো আমি নবদ্বীপে যাইয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
নিভা ছিলো মনের আগুন, কে দিলো জ্বালাইয়া?
ওগো রাধে, চাও না ফিরিয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
নিশীথে জাগিয়া
আকুল হইলাম, রাধে, আমি তোমার লাগিয়া গো
ওগো রাধে, চাও না ফিরিয়া
ওগো রাধে, চাও না ফিরিয়া
Written by: Radha Romon
instagramSharePathic_arrow_out

Loading...