Слова

সীমাহীন মনটা ভীনদেশী ওড়ান ঘড়ে ফেরার গান কংসে মায়া মাখা রূপ অপরূপ পালক জোছনায়ে স্নান দেখেছ কি সব কলরব বে হাওয়াতে চোখের কাজল লাল টিপ হলুদ শাড়িতে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে তোমার অগো মনে বলি কানে কানে ফিরে দেখা যখন রূপালী আলোকে চোখেরি পলকে হারিয়ে ফেলেছে মন আ আ আ আ আ তোমার অগো মনে বলি কানে কানে ফিরে দেখা যখন রূপালী আলোকে চোখেরি পলকে হারিয়ে ফেলেছে মন মনের ঘড়ে ঘড়ে আনাগোনা বারে বারে যেন সিঁদুর খেলারি ছোঁয়ায় জাগে শিহরণ দেখেছ কি সব কলরব এ হাওয়াতে চোখের কাজল লাল টিপ হলুদ শাড়িতে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে সমারহে পেয়েছো কি এই উপহার পরো বাসে লিখে সব নাম পরিনাম ঘাসে ঘাসে ফিরে আসাতে ভালোবাসাতে
Writer(s): Ramesh, Sourav Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out