Создатели
ИСПОЛНИТЕЛИ
Shusmita Anis
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Kamal Das Gupta
Композитор
Pranab Roy
Автор песен
Слова
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
হলো ভোর
হলো ভোর, নয়ন মেলি চাহ রে
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
হলো ভোর
হলো ভোর, নয়ন মেলি চাহ রে
সাত ভাই চম্পা, জাগো রে
জেগেছে রাজার দাসী রাজপুরীতে
এখনই আসিবে ফুল তুলিতে
জেগেছে রাজার দাসী রাজপুরীতে
এখনই আসিবে ফুল তুলিতে
সাতটি চাঁপা বলে, "না, না, না"
"আকাশে উঠিব গো, দেবো না ধরা"
"মেঘের আড়ালে যাব সরে"
"আকাশে উঠিব গো, দেবো না ধরা"
"মেঘের আড়ালে যাব সরে"
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
দূর গগনকোলে থাকো রে
দূর গগনকোলে থাকো রে
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
রাজার দাসী ওই ফিরে চলে যায়
এসেছে রাজা হেথা ফুলের আশায়
রাজার দাসী ওই ফিরে চলে যায়
এসেছে রাজা হেথা ফুলের আশায়
সাতটি চাঁপা বলে, "না, না, না"
"মেঘপরীদের সনে খেলিব মোরা"
"নামিব না ধরণীর 'পরে"
"মেঘপরীদের সনে খেলিব মোরা"
"নামিব না ধরণীর 'পরে"
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
শোনো ডাকে
শোনো ডাকে দুখিনী মা আদরে
ডাকে দুখিনী মা আদরে
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
সাতটি চাঁপার কলি শিশুর বেশে
অমনি মাটির 'পরে নামল এসে
সাতটি চাঁপার কলি শিশুর বেশে
অমনি মাটির 'পরে নামল এসে
রাজায় ডেকে বলে, "না, না, না"
"রাজার কুমার মোরা, নহি তো কুসুম"
"মোদের জনম তব ঘরে"
"রাজার কুমার মোরা, নহি তো কুসুম"
"মোদের জনম তব ঘরে"
সাত ভাই চম্পা, জাগো রে
সাত ভাই চম্পা, জাগো রে
রাজার ঘরেতে সুখে থাকো রে
রাজার ঘরেতে সুখে থাকো রে
রাজার ঘরেতে সুখে থাকো রে
রাজার ঘরেতে সুখে থাকো রে
Written by: Kamal Das Gupta, Pranab Roy

