Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Imran
Imran
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Imran Mahmudul
Imran Mahmudul
Композитор
Faisal Rabbikin
Faisal Rabbikin
Автор песен

Слова

কি করে তোকে রাখব ধরে
বলনা তুই আমায়
হো কত ভালবাসা কত সুখে ভাসা
কেন সব ই বদলে যায়।।
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
এক অচেনা ঝড়ে সব ভেঙেপড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কত ফেলে আসা স্মৃতি ভর করে
রোজই হৃদয় আঙিনায়
সেই চেনা গন্ধরা স্পর্শ করে
ঘিরে থাকে এখনও আমায়
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
আজও আছি শুধু তোরি আশায়
সেই পথে দেখনা দাঁড়িয়ে
কখন তুই দিবি দেখা হায়
নিবি বুকে জড়িয়ে
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
Written by: Faisal Rabbikin, Imran Mahmudul
instagramSharePathic_arrow_out

Loading...