Видео

Ekai Bhalo - Full Audio | Shantilal O Projapoti Rohoshyo | Ritwick | Paoli | Durnibar | Arko
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Создатели

ИСПОЛНИТЕЛИ
Durnibar Saha
Durnibar Saha
Исполнитель
Ritwick Chakraborty
Ritwick Chakraborty
Актер/актриса
Paoli Dam
Paoli Dam
Актер/актриса
МУЗЫКА И СЛОВА
Ritam Sen
Ritam Sen
Тексты песен
Arko
Arko
Композитор

Слова

যেন সারারাত ধরে কাল জমেছে শিশির দু'-এক কণা ঘাস পাতা চোখের কোলে স্থির তুমি এখন আলোয় আলো এলোমেলো পালকের ঘুম ভাঙা ডানা উড়ে গেছে আদরের মিথ্যে বাহানায় বোধহয় আমি একাই ভালো আমি বোধহয় একাই ভালো খামখেয়ালি স্বপ্নদের শহরতলীর গল্পদের না লেখা পাতায় তোমাকে মানায় ও, বয়েস হলে রূপকথায় সবাই ভালো থাকতে চায় একটু না চাওয়ায় চাইছে আজ আমায় দূরে কোনো কারখানার সকালের সাড়ায় ছোট ছোট আস্তানার ধোঁয়ার ইশারায় আজব শহর নেভে, জ্বলে পুরোনো চায়ের দোকান বন্ধুদের পাড়ায় খুচরো কিছু অভিমান টেবিলে গড়ায় তোমার কথা সবাই বলে তোমার কথা সবাই বলে খামখেয়ালি স্বপ্নদের শহরতলীর গল্পদের না লেখা পাতায় তোমাকে মানায় ও, বয়েস হলে রূপকথায় সবাই ভালো থাকতে চায় একটু না চাওয়ায় চাইছে আজ আমায় ও, পাঁচমিশালি সভ্যতায় কাউকে খোঁজা শক্ত নয় হয়তো হারানোয় তোমাকে মানায় ও, খুনখারাবি রোদ্দুরে পলাশ পড়ে পথ জুড়ে একটু না পাওয়ায় পেয়েছে আজ আমায়
Writer(s): Arkapravo Mukherjee, Ritam Sen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out