Создатели
ИСПОЛНИТЕЛИ
Rezwana Chowdhury Banya
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Композитор
Слова
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে
নির্জন রাতে
জাগালে না শিয়রে দীপ জ্বেলে
কেন এলে
এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে
লজ্জিত গন্ধ মেলে
কেন এলে
নির্জন রাতে
বিদায়ের যাত্রাকালে
পুষ্প-ঝরা বকুলের ডালে
দক্ষিণ পবনের প্রাণে
রেখে গেলে বল নি যে কথা কানে কানে
বিরহাবারতা অরুণ আভার আভাসে
রাঙায়ে গেলে
কেন এলে
নির্জন রাতে
Written by: Rabindranath Tagore

