Создатели
ИСПОЛНИТЕЛИ
Debabrata Biswas
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Автор песен
Слова
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
ফিরে বায়ু হাহাস্বরে
ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা
রজনী আঁধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে
তিমিরদুকূলা রে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে
তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে
চঞ্চলচপলা চমকে, নাহি শশীতারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
Written by: Rabindranath Tagore