Создатели

ИСПОЛНИТЕЛИ
Oyshee
Oyshee
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Avi Akash
Avi Akash
Композитор
Prodip Saha
Prodip Saha
Автор песен

Слова

বোঝাইলেও বোঝেনারে মন
মন আমার শোনেনা বারন
কি কারণে মনে উচাটন
দিবানিশি ভাবি সারাক্ষন
বোঝাইলেও বোঝেনারে মন
মন আমার শোনেনা বারন
কি কারণে মনে উচাটন
দিবানিশি ভাবি সারাক্ষন
তোর পিরিতের বাতাস লেগে
হায়রে তোর পিরিতের বাতাস লেগে
উলটা পথে মনের চলাচল
পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
ও দেখো পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
অর্ধ উপাসনে থাকি
আহার নিদ্রা তুলে রাখি
পরিপূর্ণ পাগল হতে
আর একটু বাকি
অর্ধ উপাসনে থাকি
আহার নিদ্রা তুলে রাখি
পরিপূর্ণ পাগল হতে
আর একটু বাকি
তোর পিরিতের বাতাস লেগে
হায়রে তোর পিরিতের বাতাস লেগে
উলটা পথে মনের চলাচল
পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
ও দেখো পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
মধ্য রজনীতে জাগি
একলা পরাণ হয় বিবাগী
তোরই জন্য না হয় হব
কলংক ভাগি
মধ্য রজনীতে জাগি
একলা পরাণ হয় বিবাগী
তোরই জন্য না হয় হব
কলংক ভাগি
তোর পিরিতের বাতাস লেগে
হায়রে তোর পিরিতের বাতাস লেগে
উলটা পথে মনের চলাচল
পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
ও দেখো পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
বোঝাইলেও বোঝেনারে মন
মন আমার শোনেনা বারন
কি কারণে মনে উচাটন
দিবানিশি ভাবি সারাক্ষন
তোর পিরিতের বাতাস লেগে
হায়রে তোর পিরিতের বাতাস লেগে
উলটা পথে মনের চলাচল
পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
ও দেখো পিরিতের কি ফল
দেখো পিরিতের কি ফল
Written by: Avi Akash, Prodip Saha
instagramSharePathic_arrow_out

Loading...