Слова

চোখ মেলে দেখো দূরের আকাশে অভিমানী মেঘ ভাবছে একা কান পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে কাঁদছে একা ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলের সূর্যটা ডাকে তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব স্মৃতির আড়ালে গল্পগুলো আমাদের খুব চেনা সবক'টা রাত অবাক তাকিয়ে দূরের আকাশে হয় না তারা তিন চাকার ওই প্রহরগুলো আজ এক হয়ে আর দেয় না সাড়া ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলের সূর্যটা ডাকে তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব স্মৃতির আড়ালে গল্পগুলো আমাদের খুব চেনা মিছে মিছে কত স্বপ্ন বোনা ভুলে ভুলে কত গল্প আঁকা তোমার আমার হাতে হাত রেখে কত পথ চলা ঘুম ভাঙা কোনো পথের বাঁকে শেষ বিকেলের সূর্যটা ডাকে তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব স্মৃতির আড়ালে গল্পগুলো আমাদের খুব চেনা তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে ফেলে আসা সব স্মৃতির আড়ালে গল্পগুলো আমাদের খুব চেনা
Writer(s): Sajid Sarker Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out