Создатели

ИСПОЛНИТЕЛИ
Bikram Singh
Bikram Singh
Ведущий вокал
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Rabindranath Tagore
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Bhavna Records & Cassettes
Bhavna Records & Cassettes
Продюсер
Gopa Roy
Gopa Roy
Продюсер

Слова

তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
ওগো তুমি আমার নও আড়ালের
তুমি আমার চিরকালের
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন
প্রেমে আমার ঢেউ লাগে তখন
আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন
প্রেমে আমার ঢেউ লাগে তখন
তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে
শেষ করে দাও আপনাকে যে
শেষ নাহি, তাই শূন্য সেজে
শেষ করে দাও আপনাকে যে
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন
তোমায় নতুন করে পাব বলে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...