Видео

Mayabee (মায়াবী) - Blue Touch (Official Music Video)
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Создатели

ИСПОЛНИТЕЛИ
Blue Touch
Blue Touch
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Ahmed Zaki
Ahmed Zaki
Композитор

Слова

আজও চোখের কোণে জমে আছে লোনা জল আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন আজও চোখের কোণে জমে আছে লোনা জল আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি মায়াবী কোটি বছর তোমায় দেখিনি মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি মায়াবী কোটি বছর তোমায় দেখিনি জমে থাকা অনুভূতিরা আজও কাঁদছে বরষা হয়ে এপিটাফে রাজকন্যা তুমি আমি পরাজিত প্রহরী ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে ঝিঁঝিঁদের গানে ডাকছে না আমাকে জেগে আছি আমি জানি না, জানি না কিসের অপেক্ষায় মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি মায়াবী কোটি বছর তোমায় দেখিনি মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি মায়াবী কোটি বছর তোমায় দেখিনি যা দিয়েছি তার সবই আজ ফিরিয়ে নিলে? নিয়ে যাও আমাকে কিছুই ডাকছে না এখন আমি মিশে যাই মায়া নামক এক ক্ষতের গভীরে ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষাধিক ভুলের মায়ায় ভুলের মায়ায়
Writer(s): Ahmed Zaki Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out