Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Taskin Ahmed Kayum
Taskin Ahmed Kayum
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Taskin Ahmed Kayum
Taskin Ahmed Kayum
Автор песен

Слова

পিছে চাপ সামনে আইতাছে কোন হালা?
বেশি লাফাইলে হালারে ধইরা ঘারা।
কবে যে পরুম নিজের গলায় মালা
পরিক্ষায় ফেল তবু কিন্তু পোলা আমি ভালা। হা
সবটিরে আমি মিটায় দিমু জালা
চটপটিতে জাল তুই বারা
চিল্লা চিল্লি এতো গেন পেন কেন
চিপায় দারা সবটিরে আমি ভইরা দিমু খারা।
এখন দেখবি শুধু আমার দুই হাতের খেল
চিপায় ফালামু পাইবি নাতো বেল
চোখ উপরে কেন নিচে তুই নামা
মাঝখানে পরলে বুঝবেি তুই এইটা জুরাইনের ট্রাইঙ্গেল।
ওলি গোলি আমার সবকিছু জানা চিনা
পাবজিতে আমার ছুটেনা নিশানা
পিছে বইয়া লাফাছ হাত থাকতে মুখে কি?
পাঁচ টাকার চা হালা তাও কাছ তুই বাকি।
মাইয়ার পিছে ঘুরোছ পাওা তো দেয়না
দেখছ নাই নাকি কোনো সময় আয়না?
কোন কোনায় আছোছ বুইঝা কথা ক না
মাক্স পরছ না কে নিজের হইয়া যাইবো তোর করোনা।
এখন দেখবি শুধু আমার দুই হাতের খেল
চিপায় ফালামু পাইবি নাতো বেল
চোখ উপরে কেন নিচে তুই নামা
মাঝখানে পরলে বুঝবেি তুই এইটা জুরাইনের ট্রাইঙ্গেল।
Written by: Taskin Ahmed Kayum
instagramSharePathic_arrow_out

Loading...