Создатели

ИСПОЛНИТЕЛИ
Artcell
Artcell
Ведущий вокал
МУЗЫКА И СЛОВА
Artcell
Artcell
Автор песен
Saef Al Nazi
Saef Al Nazi
Композитор
Sazzadul Asheqeen Shaju
Sazzadul Asheqeen Shaju
Композитор
Lincoln D'Costa
Lincoln D'Costa
Композитор
Ershad Zaman
Ershad Zaman
Композитор
Torikul Islam Rupok
Torikul Islam Rupok
Автор песен

Слова

আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়তো সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি
তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়
স্বপ্নমঞ্চে মেলানো যায় না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈতসত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো পরিবর্তন বাস্তবতার
চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মতো তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা
অসাড়তা...
Written by: Ershad Zaman, Lincoln D'Costa, Saef Al Nazi, Sazzadul Asheqeen Shaju, Torikul Islam Rupok
instagramSharePathic_arrow_out

Loading...