Видео

Amar Konthe Geyo Maa | আমার কন্ঠে গেও মা | Mekhla Dasgupta । Soumya Rit | Saraswati Vandana
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

В составе

Создатели

ИСПОЛНИТЕЛИ
Mekhla Dasgupta
Mekhla Dasgupta
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Soumya Rit
Soumya Rit
Композитор

Слова

তুমি আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে তুমি আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে বিশ্বরূপে রঞ্জিত হয়ে থেকো আমার কণ্ঠে গাওয়া গানে আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে আমার সঙ্গীতে ভগবতী দাও হে সুরের সম্মতি আমার সঙ্গীতে ভগবতী দাও হে সুরের সম্মতি আমার ঘরে জানি শোভিত বীণাপাণি মা আমার সরস্বতী আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে মাগো, তোমারই প্রেরণা-জ্ঞান-চেতনা মন-হৃদয়ে করুক প্রবেশ নৈপুণ্য আমার অঞ্জলি হোক সাধনাতে করি মনোনিবেশ মাগো, তোমারই প্রেরণা-জ্ঞান-চেতনা মন-হৃদয়ে করুক প্রবেশ নৈপুণ্য আমার অঞ্জলি হোক সাধনাতে করি মনোনিবেশ আমার সঙ্গীতে ভগবতী দাও হে সুরের সম্মতি আমার ঘরে জানি শোভিত বীণাপাণি মা আমার সরস্বতী আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে তুমি আমার কণ্ঠে গেয়ো মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে আমার কণ্ঠে গেয়ো মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out