Видео
Видео
Создатели
ИСПОЛНИТЕЛИ
Rupam Islam
Исполнитель
Anupam Roy
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Anupam Roy
Композитор
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
SVF
Продюсер
Слова
ধূসর দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
বেরঙিন দিনযাপন
রোজ রাতে চাল মাতের অন্ধকার
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে
দাঁড়িপাল্লাতে ন্যায়ের হিসেব মিলতেই হবে
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোনো মানুষ না দেবতা
পিছু ডাকে সাড়া দেবো না
থামবো না আর, এগিয়ে যাবো
পায়ে ধুলো হোক সব বিপদ
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ
হয়ে আগুনখেকো দেখো
হে জীবন, আসছি ফেরত
আসছি ফেরত, আসছি ফেরত
আসছি ফেরত, আসছি ফেরত
Written by: Anupam Roy