Создатели
ИСПОЛНИТЕЛИ
Rajeswar Bhattacharya
Ведущий вокал
МУЗЫКА И СЛОВА
Rabindra Nath Tagore
Композитор
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Gopa Roy
Продюсер
Слова
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে
খুশি রই আপন মনে, বাতাস বহে
বাতাস বহে সুমন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাবো দেখা
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাবো দেখা
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে
ভেসে আসে সুগন্ধ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
Written by: Rabindranath Tagore

