Создатели
ИСПОЛНИТЕЛИ
Sabina Yasmin
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Satya Saha
Композитор
Gazi Mazharul Anwar
Автор песен
Слова
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন কোমরের বিছা হইলা না
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন কোমরের বিছা হইলা না
জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম
পালিয়ে যেতে দিতাম না না রে
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন কোমরের বিছা হইলা না
তুমি কেন কোমরের বিছা হইলা না
রঙিন সুতা হইতা যদি রসিক তাঁতির ঘরে
জংলি ছাপার শাড়ি করে রাখিতাম তোমায় পরে
রঙিন সুতা হইতা যদি রসিক তাঁতির ঘরে
জংলি ছাপার শাড়ি করে রাখিতাম তোমায় পরে
ভিজাইতাম আর শুকাইতাম, যতন করে রাখিতাম
ভিজাইতাম আর শুকাইতাম, যতন করে রাখিতাম
কোনোদিনও ছিঁড়ে যেতে দিতাম না না রে
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন জংলি ছাপার শাড়ি হইলা না
তুমি কেন জংলি ছাপার শাড়ি হইলা না
মোতির মালা হইতা যদি মোনিকারের ঘরে
লম্বা চুলে বেণী করে রাখিতাম তোমায় পরে
মোতির মালা হইতা যদি মোনিকারের ঘরে
লম্বা চুলে বেণী করে রাখিতাম তোমায় পরে
হাসিতাম আর খেলিতাম, মনের মতো সাজিতাম
হাসিতাম আর খেলিতাম, মনের মতো সাজিতাম
কোনো চোরে চুরি করতে দিতাম না না রে
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন সোহাগ মোতির মালা হইলা না
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন কোমরের বিছা হইলা না
জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম
পালিয়ে যেতে দিতাম না না রে
ও আমার রসিয়া বন্ধু রে
তুমি কেন কোমরের বিছা হইলা না
তুমি কেন কোমরের বিছা হইলা না
তুমি কেন কোমরের বিছা হইলা না
Written by: Sabina Yasmin

