Видео
Видео
Создатели
ИСПОЛНИТЕЛИ
Ashok Singh
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Ashok Singh
Композитор
Somraj Das
Автор песен
Слова
তোরই কারণে,
এই মন বেসামাল
তোরই খেয়ালে,
থাকি সন্ধ্যে সকাল
তোরই বারণে,
হয় মন নাজেহাল
তোরই রঙেতে,
আঁকি, দিন আজকাল
এলি তুই, মন পাড়ায়,
আদরে আলেয়ায়
এলি তুই, জোছনায়,
প্রেমেরই এ হাওয়ায়
তোরই কারণে,
এই মন বেসামাল
তোরই খেয়ালে,
ডুবে সন্ধ্যে সকাল
তোরই বারণে,
হয় মন নাজেহাল
তোরই রঙেতে,
আঁকি, দিন আজকাল
--------------------
ও ও ও... রাতের গভীরে
স্বপ্নেরই ভীড়ে,
তোকে খুঁজেছি রোজ বারেবার
ও ও ও... সুখেরই নীরে,
আয়ে ফিরে ফিরে
হয়ে যা কারণ বেঁচে থাকার (*২)
এলি তুই, মন পাড়ায়,
আদরে আলেয়ায়
এলি তুই, জোছনায়,
প্রেমেরই এ হাওয়ায়
তোরই কারণে,
এই মন বেসামাল
তোরই খেয়ালে,
ডুবে সন্ধ্যে সকাল
তোরই বারণে,
হয় মন নাজেহাল
তোরই রঙেতে,
আঁকি, দিন আজকাল
Written by: Ashok Singh, Somraj Das


