Создатели
ИСПОЛНИТЕЛИ
Shreya Ghoshal
Исполнитель
Aneek Dhar
Исполнитель
Abhay Jodhpurkar
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Aneek Dhar
Композитор
Pranjal
Автор песен
Rivo
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Jeetz Filmworks Private Limited
Продюсер
Слова
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার, সুর লেগেছে মনে
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার, সুর লেগেছে মনে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
মেঘ, তোর সঙ্গে যাবো, নেশাতে প্রাণ জুড়াবো
এলোমেলো স্বপ্নগুলোর সঙ্গী হবে কে?
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
बरसे रे, बरसे
बरसे रे, बरसे
দমকা হওয়ায় থমকে গেল
এই মনেরই রূপকথারা
আলতো করে মনের কোণে
প্রেম তোর নামেই দেয় সাড়া
দমকা হওয়ায় থমকে গেল
এই মনেরই রূপকথারা
আলতো করে মনের কোণে
প্রেম তোর নামেই দেয় সাড়া
চোখেরই কাজলে, আধভেজা চুলে
বেসামাল করেছে আমায়
আবেগের আলোয় ভেসে উড়ে চল মেঘের দেশে
চারিদিক বৃষ্টি, মাটির গন্ধে ভরেছে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে তা-না-না-না রে
बरसे रे, बरसे
बरसे रे, बरसे
Written by: Aneek Dhar, Pranjal, Rivo

