Создатели
ИСПОЛНИТЕЛИ
Ahmed Sobuj
Клавишные инструменты
МУЗЫКА И СЛОВА
Prince Mahmud
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Ahmed Sobuj
Продюсер
Слова
আজ জড়ায় ধরবে তোমার
মনকে আমার মন,
গাইবে পাখি গাইবে জোনাক
গাছ গাছালি বন।
এত ভালোবাসা গো জান
রাখিয়ো আঁচলে,
দোলাও তুমি দুলি আমি
জগত বাড়ি দোলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
Written by: Prince Mahmud