Создатели
ИСПОЛНИТЕЛИ
Jahid Nirob
Исполнитель
Arafatul Hasan Shanto
Бэк-вокал
Mahtim Sakib
Исполнитель
Shithi Saha
Исполнитель
Mehedi Hasan Tamjid
Гитара
Shanto Ahmed
Скрипка
МУЗЫКА И СЛОВА
Jahid Nirob
Композитор
JAHID PREETOM
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Jahid Nirob
Продюсер
Sumon Parvez
Мастеринг-инженер
Слова
মুখে নিও প্রিয় ডাক নাম,
মুছে দিয়ে শত পিছু টান
কাজল চোখে মাখা দেখ
এলোমেলো অভিমান
ধুলোপড়া বইয়ের আবডালে
লুকানো অপেক্ষা খুঁজে
এক বিকেলে বাড়ি যাব না
তোমার পাশে হাঁটবো ভেবে
তুমি হাসলে
পাশে হাঁটলে
কেন থমকে যায় সময়?
আমি বোকা অনুভবে বোবা অভিসারে
অপলক সাজাই প্রহর !
এ কেমন প্রেমেরই যখম?
হৃদয় জ্বরে পুড়ে অভিমান
আনমনে নোনা প্রেমের ভাঁজে
প্রিয় মুখে জমে অপলাপ
মুখে নিও প্রিয় ডাক নাম,
মুছে দিয়ে শত পিছু টান
কাজল চোখে মাখা দেখ
এলোমেলো অভিমান
তুমি ডাকলে
ফিরে চাইলে
কেন দু:খ ছোঁয় আমায়?
আমি বোকা অনুভবে
বোবা অভিসারে
অবেলায় সাজাই বাসর!
এ কেমন প্রেমেরই যখম?
হৃদয় জ্বরে পুড়ে অভিমান
আনমনে নোনা প্রেমের ভাঁজে
প্রিয় মুখে জমে অপলাপ
Written by: JAHID PREETOM, Jahid Nirob

