album cover
Jhap
9
Pop
Трек «Jhap» вышел в 10 октября 2012 г. г. на альбоме « » (лейбл «Sangeeta Complex»)Na onko
album cover
АльбомNa onko
Дата релиза10 октября 2012 г.
ЛейблSangeeta Complex
Мелодичность
Акустичность
Валанс
Танцевальность
Энергия
BPM65

Создатели

ИСПОЛНИТЕЛИ
Biplob
Biplob
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Arman Khan
Arman Khan
Автор песен

Слова

ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
Written by: Arman Khan, Rr, Traditional
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...