Видео

Gopono Kothati
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

В составе

Создатели

ИСПОЛНИТЕЛИ
Srabani Sen
Srabani Sen
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Rabindranath Tagore
Rabindranath Tagore
Тексты песен

Слова

গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি, না, না, না, রবে না গোপনে গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি... বিভল হাসিতে, বাজিল বাঁশিতে বিভল হাসিতে, বাজিল বাঁশিতে স্ফূরিল অধরে নিভৃত স্বপনে না, না, না, রবে না গোপনে গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি... মধুপ গুঞ্জরিল মধুর বেদনায় আলোক-পিয়াসি অশোক মুঞ্জরিল মধুপ গুঞ্জরিল মধুর বেদনায় আলোক-পিয়াসি অশোক মুঞ্জরিল হৃদয়শতদল করিছে টলমল হৃদয়শতদল করিছে টলমল অরুণ প্রভাতে করুণ তপনে না, না, না, রবে না গোপনে গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি...
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out