Видео

Создатели

МУЗЫКА И СЛОВА
Nemesis
Nemesis
Автор песен

Слова

সংগ্রাম আমি দেখিনি, তবু রক্ত কেন রাতে খোলা আকাশের নিচে কেন সে হাত পাতে লোভের গন্ধ পেয়ে সে বসে দুর্নীতি করতে অমানুষ হয়ে বলে আমায় এভাবেই চলতে বল, কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ চল আমরা ছুটি কীভাবে আমাকে বদলে দেবে কীভাবে আমাকে নষ্ট করবে কীভাবে আমাকে ধ্বংস করবে পারবে না, পারবে না কিছুই করতে বন্দী করে রেখেছ আমায় দু'হাত জোরে বেঁধে মন ভোলানোর চেষ্টা তোমার মিষ্টি কথা বলে এতটা কষ্ট কেন দাও আমাকে মুক্তি আমি পেতে চাই তোমার খাঁচা থেকে বল, কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ চল আমরা ছুটি কীভাবে আমাকে বদলে দেবে কীভাবে আমাকে নষ্ট করবে কীভাবে আমাকে তুমি থামাবে পারবে না, পারবে না কিছুই করতে(*৪) দেখবনা মিথ্যে অভিনয় করবনা তোমাকে আর ভয় বের হব মিথ্যের আশ্রয় থেকে কোন হার না মেনে সব কষ্ট ভুলে বল, কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ চল আমরা ছুটি কীভাবে আমাকে বদলে দেবে কীভাবে আমাকে নষ্ট করবে কীভাবে আমাকে ধ্বংস করবে পারবে না কিছুই করতে...
Writer(s): Gustavo Zavala, Ruben Atala Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out