Credits

Lyrics

স্মৃতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে ফেঁপে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু'হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
কতটা কঠিন বাঁচা তুমিহীন
আঁধারে বিলীন স্বপ্নেরা হায়
থেমে জীবন আছে এখন
বাঁচার এমন মানে কোথায়
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু'হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চলো না আবার একসাথে
হারানো ক্ষত অবিরত
মনেতে কত ব্যথা দিয়ে যায়
দিনে রাতে আর্তনাদে
প্রেম যে কাঁদে, কি করে বোঝাই
কেন যে হায় পূর্ণতাকে
মেলালে নীল শূন্যতাতে
বলো কিভাবে রবো এভাবে
আমায় গোছাবে কে দু'হাতে
ফিরে আসো না, আর তো পারি না
বাঁচি চল না আবার একসাথে
আবার একসাথে
Written by: Imran, Snehasish Ghosh
instagramSharePathic_arrow_out

Loading...