Music Video

Credits

PERFORMING ARTISTS
Dolly Shayontoni
Dolly Shayontoni
Performer
COMPOSITION & LYRICS
Mehedi
Mehedi
Composer
Ahmed Rizvi
Ahmed Rizvi
Songwriter

Lyrics

তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? কালকে খাইছাও ভাজা মাছ, আজকে আইছাও লোভে তোমার দুই কান কাটিয়া দেবো ভাঙা বটির কোপে রে কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? কড়ার মধ্যে ইলশে মাছ আর শিকের মধ্যে লাড়ু কড়ার মধ্যে ইলশে মাছ আর শিকের মধ্যে লাড়ু এমন যৌবনের কালে- এমন যৌবনের কালে পায়ে তোমার খাড়ু রে কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? আমার গাও ছমছম করে, আমার মন ছমছম করে আমার গাও ধড়ফড় করে, আমার বুক ধড়ফড় করে গাও ছমছম করে, আমার মন ছমছম করে আমার গাও ধড়ফড় করে, আমার বুক ধড়ফড় করে আগে যদি জাইন্তেম বিলাই আসবে আমার ঘরে আগে যদি জাইন্তেম বিলাই আসবে আমার ঘরে গোটা কতক ইলশে কিনে- গোটা কতক ইলশে কিনে দিতাম তোরে খাইতে রে কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? কালকে খাইছাও ভাজা মাছ, আজকে আইছাও লোভে তোমার দুই কান কাটিয়া দেবো ভাঙা বটির কোপে রে কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে? ও তুমি কার ঘরের রঙ্গিলা বিড়াল রে?
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out