Credits

PERFORMING ARTISTS
NXL
NXL
Performer
COMPOSITION & LYRICS
Taha Tanvir
Taha Tanvir
Composer

Lyrics

গোল এই গ্রহটার একি হাল
জগাখিচুড়ির চাল
ময়লা মেঘের পাল
শুকনো সময়-ডাল
গোল এই গ্রহটার একি হাল
জগাখিচুড়ির চাল
ময়লা মেঘের পাল
শুকনো সময়-ডাল
নদী-নালা, খাল-বিল
বিষে ভরা বান্ডিল
উড়ছে অবাক চিল
শূণ্য মাছের ঝিল
লাগবে না তোর eco system
নষ্ট করব আরও, দাও যত blame
আমার দরকার নাই তোর প্রকৃতির দান
আমার ফরমালিন আছে, নাই সম্মান
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
নাগরিক হৈ চৈ রৈ রৈ
টাকা সব গেল কই
কালো বেড়ালের পেটে
খই ফাটে টৈ টৈ
নাগরিক হৈ চৈ রৈ রৈ
টাকা সব গেল কই
কালো বেড়ালের পেটে
খই ফাটে টৈ টৈ
হরতালে টুকিটাকি
Cocktail ফাটাফাটি
গণতন্ত্রের নামে হিংস্র রাজনীতি
লাগবে না তোর নেতারূপী চোর
স্বপ্ন দেখানো সব ঘুমভাঙা ভোর
আমার দরকার নাই তোর মানবতাবোধ
বা খুনিদের বাঁচাতে ধার্মিক ক্রোধ
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
নাও সস্তা call rate এর নিশাচর love
But রাত পোহালেই shit! পুরোটাই bluff, hey
নাও সস্তা call rate এর নিশাচর love
But রাত পোহালেই shit! পুরোটাই bluff
দেখো একজোড়া Juliet এ তিনজোড়া Romeo
হিসাব করিয়া নিয়া সকলেই থামিও
লাগবে না তোর সেই পুরাতন প্রেম
যেথা দুজনে মিলে বাঁধত জীবনের frame
আমার দরকার নাই
আমার দরকার নাই তোর ভালোবাসা
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
কাঁটাতারে-তারে খণ্ড, মাটি নিয়ে দ্বন্দ্ব
উদার ধরণীতলে রক্তের গন্ধ
কাঁটাতারে-তারে খণ্ড, মাটি নিয়ে দ্বন্দ্ব
উদার ধরণীতলে রক্তের গন্ধ
অন্যায়-অবিচার, ধর্ষণ-ব্যভিচার
বিবেকটা locker-এ, তালা মারা অধিকার
লাগবে না যুক্তি বা শান্তিচুক্তি
মানুষ মরুক, মানুষ মরুক
আমার মৃত্যুই মুক্তি
আমি কী করব জোনাকির আলোয়
এই আঁধারে?
ক্ষীণ আলোর এ আশা আমার লাগবে না
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই
আমার দরকার নাই
Written by: Taha Tanvir
instagramSharePathic_arrow_out

Loading...