Lyrics

তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?, তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে?, - [ ২ বার ] দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । - [ ২ বার ] তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?, তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই, আমি আবার তোমার আসার প্রদীপ হতে চাই । - [ ২ বার ] দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । - [ ২ বার ] তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে?, তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার, হাসির আলো, আমায় করো আলোকিত আবার । - [ ২ বার ] দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটি বার দাও যদি জল মোছার অধিকার । - [ ২ বার ] তুমি কি আমার হাসি সুখের আবার কারন হবে?, তুমি কি আমার শত ভুলের আবার বাড়ন হবে? ][ সমাপ্ত ][
Writer(s): Pranab Ghosh, Rokiul Alam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out