Music Video

Credits

PERFORMING ARTISTS
Asif Akbar
Asif Akbar
Performer
COMPOSITION & LYRICS
Rajesh
Rajesh
Composer
Prodip Shaha
Prodip Shaha
Songwriter

Lyrics

ভুল করেছি, তাই কেঁদেছি কান্নার শেষ হল না ভুল কি আমি একা করেছি? তোমারও কি ভুল ছিল না? ভুল করেছি, তাই কেঁদেছি কান্নার শেষ হল না ভুল কি আমি একা করেছি? তোমারও কি ভুল ছিল না? ভুল করেছি, তাই কেঁদেছি কান্নার শেষ হল না পরাজয় মেনে নিয়ে বলছি আমি জয়ী হতে তুমিও পারোনি খুঁজেছ সুখ তুমি, মনকে খোঁজোনি মনের কী দাম, বোঝোনি পরাজয় মেনে নিয়ে বলছি আমি জয়ী হতে তুমিও পারোনি খুঁজেছ সুখ তুমি, মনকে খোঁজোনি মনের কী দাম, বোঝোনি অভিমানে মন ভেঙেছ তুমি তবু অভিশাপ দেবো না ভুল করেছি, তাই কেঁদেছি কান্নার শেষ হলো না জীবনের স্বপ্নটা ভেঙেছ তুমি তোমার কী ক্ষতিটা করেছি? কেঁদেছি একা আমি, তুমি তো কাঁদোনি কষ্ট কী, তা বোঝোনি জীবনের স্বপ্নটা ভেঙেছ তুমি তোমার কী ক্ষতিটা করেছি? কেঁদেছি একা আমি, তুমি তো কাঁদোনি কষ্ট কী, তা বোঝোনি অকারণে প্রেম ভেঙেছ তুমি তবু অভিযোগ ছিলো না ভুল করেছি, তাই কেঁদেছি কান্নার শেষ হল না ভুল কি আমি একা করেছি? তোমারও কি ভুল ছিল না? ভুল করেছি, তাই কেঁদেছি কান্নার শেষ হলো না
Writer(s): Pradip Kumar Saha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out