Lyrics

মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী তোমার এ হাত যে ধরেছি মরণ এলেও আমি ছাড়ব না যতই না মানুষ দিক বাধা প্রেমের খেলায় আমি হারব না তোমার এ হাত যে ধরেছি মরণ এলেও আমি ছাড়ব না যতই না মানুষ দিক বাধা প্রেমের খেলায় আমি হারব না তুমি আমার দিন, তুমি যে রাত তোমায় নিয়ে দিন কাটাব একটি পলক যদি দূরেতে যাও আমারই ছায়াকে পিছে পাঠাব আজ যা বলবো ভালোবাসায় কাল হবে তা প্রেমের বাণী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী এখন প্রেমের বড়ো অসময় পারিজাত ফুল আর ফুটছে না দেহের ভাষায় নয়, মনের ভাষায় কথা বলার লোক জুটছে না এখন প্রেমের বড়ো অসময় পারিজাত ফুল আর ফুটছেনা দেহের ভাষায় নয়, মনের ভাষায় কথা বলার লোক জুটছে না তবু মরুর এই মাটিতে একটি বাগান আমি সাজাব ভালোবাসার রাগে রাগিনী নতুন সুরে-তালে সাজাব ইতিহাসেতে থাকবে লেখা আমাদের এই জীবনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী মুখে মুখে রটে যাবে আমাদের প্রেমকাহিনী
Writer(s): Ehsan Elahi Fanti, Sohel Aziz, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out