Lyrics
পাপ পুণ্যের কথা আমি
কারে বা সুধাই
পাপ পুণ্যের কথা আমি
কারে বা সুধাই
একদেশে যা পাপ গণ্য
একদেশে যা পাপ গণ্য
অন্যদেশে পুণ্য তাই
অন্যদেশে পুণ্য তাই
পাপ পুণ্যের কথা আমি
কারে বা সুধাই
তিব্বত নিয়ম অনুসারে
এক নারী বহুপতি ধরে
তিব্বত নিয়ম অনুসারে
এক নারী বহুপতি ধরে
(আয়হায়) এ দেশেতে হলে পরে
এ দেশেতে হলে পরে
ব্যাভিচারী দন্ড দেয়
ব্যাভিচারী দন্ড দেয়
পাপ পুন্যের কথা আমি
কারে বা সুধাই
শুকর - গরু, দুটি পশু
খাইতে বলেছেন যীশু
শুকর - গরু, দুটি পশু
খাইতে বলেছেন যীশু
তাই শুনে কেন মুসলমান হিন্দু,
তাই শুনে কেন মুসলমান হিন্দু,
পিছেতে হটায়?
পিছেতে হটায়?
পাপ পুন্যের কথা আমি
কারে বা সুধাই
যে সমস্যা অনুসারে,
দিনবিধান হতে পারে
যে সমস্যা অনুসারে,
দিনবিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের আর নাই বালা
পাপ পুণ্যের আর নাই বালা
পাপ পুণ্যের কথা আমি
কারে বা সুধাই
পাপ পুণ্যের কথা আমি
কারে বা সুধাই
একদেশে যা পাপ গণ্য
একদেশে যা পাপ গণ্য
অন্যদেশে পুণ্য তাই
অন্যদেশে পুণ্য তাই
পাপ পুণ্যের কথা আমি
কারে বা সুধাই
Written by: Traditional
