Lyrics
তোমার চোখে পেয়েছি খুঁজে
আমার সকল আশা
তুমি তো দিলে প্রথম আমার
হৃদয়ে ভালোবাসা
তোমার চোখে পেয়েছি খুঁজে
আমার সকল আশা
তুমি তো দিলে প্রথম আমার
হৃদয়ে ভালোবাসা
তোমারই হাসিতে ঝর্ণা রয়েছে
যেন নদীর মোহনা
তুমি যে আমার প্রথম পাওয়া
শূন্য বুকেরই বাসনা
তোমারই হাসিতে ঝর্ণা রয়েছে
যেন নদীর মোহনা
তুমি যে আমার প্রথম পাওয়া
শূন্য বুকেরই বাসনা
তোমারই চলনে ছলছল নয়নে
বিশাল পাহাড়ের ছায়া
তুমি তো কভু দেখোনি স্বপন
রুপালি চাঁদের মায়া
তোমারই চলনে ছলছল নয়নে
বিশাল পাহাড়ের ছায়া
তুমি তো কভু দেখোনি স্বপন
রুপালি চাঁদের মায়া
তোমার চোখে পেয়েছি খুঁজে
আমার সকল আশা
তুমি তো দিলে প্রথম আমার
হৃদয়ে ভালোবাসা
তোমার চোখে পেয়েছি খুঁজে
আমার সকল আশা
তুমি তো দিলে প্রথম আমার
হৃদয়ে ভালোবাসা
Written by: Torun


