Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Sadi
Sadi
Performer
Shakila Jafor
Shakila Jafor
Performer
Sadi Mohammad
Sadi Mohammad
Performer
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Salil Chowdhury
Songwriter

Lyrics

ও আলোর পথযাত্রী
এ যে রাত্রি, এখানে থেমো না
এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেঁধো না
ও আলোর পথযাত্রী
এ যে রাত্রি, এখানে থেমো না
এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেঁধো না
আমি শ্রান্ত যে, তবু হাল ধরো
আমি রিক্ত যে, সেই সান্ত্বনা
তব ছিন্ন পালে জয় পতাকা তুলে
সূর্য তোরণ দাও হানা
আলোর পথযাত্রী
এ যে রাত্রি, এখানে থেমো না
এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেঁধো না
আহা, বুক ভেঙ্গে ভেঙ্গে পথে ঢেলে শোণিত কণা
কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা
আহা, বুক ভেঙ্গে ভেঙ্গে পথে ঢেলে শোণিত কণা
আর কত দূর ওই মোহনা, এ যে কুয়শা
এই বঞ্চনার দিন পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা
আলোর পথযাত্রী
এ যে রাত্রি, এখানে থেমো না
Written by: Salil Chowdhury
instagramSharePathic_arrow_out

Loading...