Credits

PERFORMING ARTISTS
Abdul Jabbar
Abdul Jabbar
Performer
COMPOSITION & LYRICS
Alom Khan
Alom Khan
Composer
Mukul Chudhury
Mukul Chudhury
Songwriter

Lyrics

ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
ওরে নীল দরিয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধরফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া হায় রে
কী জানি কী করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে
নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে
আমার মনের নোঙ্গর পইড়া আছে হায় রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পন্থ চাইয়া
Written by: Alom Khan, Mukul Chudhury
instagramSharePathic_arrow_out

Loading...