Credits

PERFORMING ARTISTS
Farida Parveen
Farida Parveen
Performer
COMPOSITION & LYRICS
Lalon Shah
Lalon Shah
Songwriter
Lalon Fokir
Lalon Fokir
Songwriter

Lyrics

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ দাসী
হব বলে চরণ দাসী
ও তা হয় না কপাল গুণে
ও তা হয় না কপাল গুণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন
এ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
যখন ও-রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
যখন ও-রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই
প্রেম যে করে সে জানে
ঐ প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
Written by: Lalon Fokir, Shamik Guha Roy
instagramSharePathic_arrow_out

Loading...