Credits

PERFORMING ARTISTS
Monir Khan
Monir Khan
Performer
COMPOSITION & LYRICS
Nazir Mahmud
Nazir Mahmud
Composer
Sohel Aziz
Sohel Aziz
Composer
Ibrar Tipu
Ibrar Tipu
Composer
Liaquat Ali Biswas
Liaquat Ali Biswas
Songwriter

Lyrics

তুমি কার লাগিয়া
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
নিশি রাতে কুঞ্জবনে
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম কালা রে?
তুমি কার লাগিয়া
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি
সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি
কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি
সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি
সে যে ইচ্ছে করে রাত দুপুরে
ইচ্ছে করে রাত দুপুরে বাড়ায় বুকের জ্বালা রে
তুমি কার লাগিয়া
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
ঘরে তোমার মন বসে না, মন যে হয় উদাসী
দেখা হলে বলো তারে করতে চরন দাসী রে, করতে চরন দাসী
ঘরে তোমার মন বসে না, মন যে হয় উদাসী
দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে, করতে চরণ দাসী
তারে বারণ কর বিনয় করে
বারণ কর বিনয় করে খেলতে নিঠুর খেলা রে
তুমি কার লাগিয়া
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
নিশি রাতে কুঞ্জবনে
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম কালা রে?
তুমি কার লাগিয়া
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
তুমি কার লাগিয়া গাঁথ রে সখী বকুল ফুলের মালা?
Written by: Ibrar Tipu, Liaquat Ali Biswas, Nazir Mahmud, Sohel Aziz
instagramSharePathic_arrow_out

Loading...