Credits
Lyrics
তোমার এলোমেলো চুলে, আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুটতোলা রিকশায়
এক মুঠো প্রেম নিয়ে,
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই
এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়, ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি
তা দ্বিধা ছাড়াই
তোমার সাথে, এই পথটি যেন আজ শেষ না হয়
এমন করে, তোমার নরম হাতের ঐ ছোঁয়ায়
ইচ্ছে করে, জমা চায়ের কাপে বৃষ্টি নামুক
হোক সন্ধ্যা রাত, তবু এই সময় থেমে থাকুক
বুলিয়ে দাও রাঙিয়ে, ঐ মায়া যাদুহাতে
কি সুখ লাগে
এক শহর ভালবাসা দিতে চাই
এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়, ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি
না দ্বিধা ছাড়াই
ও...
তোমার এলোমেলো চুলে, আমার সাদা মনে
হারিয়ে যেতে চাই
কোন হুটতোলা রিকশায়
এক মুঠো প্রেম এড়িয়ে
আমার শূন্য পকেটে
হারাতে দ্বিধা নাই
অচেনা গলিতে
এক শহর ভালবাসা দিতে চাই
এই নরম বিকেলে
মুখোমুখি দাড়িয়ে
শুধু বলতে ভয়, ভালোবাসাতে চাই
দ্বিধার আদরে
আমি খুব সাধারন
সাদামাটা একজন
মরতে পারি, বাঁচতে শিখি
না দ্বিধা ছাড়াই
Written by: Tanjib Sarowar