Credits
Lyrics
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
সুরে বাজে মনের মাঝে গো
কথা দিয়ে কইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
হৃদয়লতা নুয়ে পড়ে
ব্যথাভরা ফুলের ভরে গো
হৃদয়লতা নুয়ে পড়ে
ব্যথাভরা ফুলের ভরে গো
আমি সে আর বইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আজি আমার নিবিড় অন্তরে
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো
পুলক-লাগা আকুল মর্মরে
আজি আমার নিবিড় অন্তরে
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো
পুলক-লাগা আকুল মর্মরে
কোন গুণী আজ উদাস প্রাতে
মীড় দিয়েছে কোন বীণাতে গো
কোন গুণী আজ উদাস প্রাতে
মীড় দিয়েছে কোন বীণাতে গো
ঘরে যে আর রইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
সুরে বাজে মনের মাঝে গো
কথা দিয়ে কইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে

