Credits
Lyrics
সার্থক কর' সাধন, সার্থক কর' সাধন
সার্থক কর' সাধন, সার্থক কর' সাধন
সান্ত্বন কর' ধরিত্রীর বিরহাতুর কাঁদন
প্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন
সার্থক কর' সাধন
বিকশিত কর' কলিকা
চম্পকবন করুক রচন নব কুসুমাঞ্জলিকা
বিকশিত কর' কলিকা
চম্পকবন করুক রচন নব কুসুমাঞ্জলিকা
কর' সুন্দর গীতমুখর নীরব আরাধন
অক্ষয়করুণাধন
চরণপরশহরষে
লজ্জিত বনবীথিধূলি সজ্জিত তুমি কর' সে
মোচন কর' অন্তরতর
হিমজড়িমা-বাঁধন
অক্ষয়করুণাধন
সার্থক কর' সাধন, সার্থক কর' সাধন
সার্থক কর' সাধন, সার্থক কর' সাধন

