Credits

Lyrics

বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বাজে অসীম নভোমাঝে অনাদি রব
বাজে অসীম নভোমাঝে অনাদি রব
জাগে অগণ্য রবিচন্দ্রতারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত
লক্ষশত ভক্তচিত বাক্যহারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
instagramSharePathic_arrow_out

Loading...