Music Video

Credits

PERFORMING ARTISTS
Porshi
Porshi
Performer
COMPOSITION & LYRICS
Mahmud Sunny
Mahmud Sunny
Composer
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Songwriter

Lyrics

Hit it (hit it) Yo, yo Yo, yo That you know my style আকাশেতে যখন তারাগুলো জ্বলে আমার অবুঝ মনটা তোরই কথা বলে বাগানেতে যখন সোহাগ ফুল ফোটে এই দু'চোখে তোরই স্বপ্ন নেচে ওঠে যদি তোর কাছে যাই কী যে হয়, হয়ে যায় আনাড়ি লাজে মরি, হো আমি লাজে মরি আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি (yo, yo) লাজে মরি, হো আমি লাজে মরি আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি Yeah, I wanna give this to the all the people in South Who also represent For the 2G, baby Dance with the funk and get loose Now hit the floor direct through the roof, dance বুঝি না তো তোরই ছোঁয়াতে কেন মরি লাজে স্বপ্নগুলো শিস দিয়ে যায় বহুরূপী সাজে আমি যেন নিজেকে খুঁজে ফিরি অচেনা পথে দূর অজানাতে, হায় Oh baby, oh baby Oh baby, কেন পাও লজ্জা? কাছে আসো, ভালোবাসো চল করি তুমি-আমি আজ মজা (oh yeah) It's fun, it's right, just do be delight Just don't get any more লজ্জা Oh baby, oh baby চল করি তুমি-আমি আজ মজা জানি না তো কোন হিসেবে তোরই কাছে আসি আধো আধো করে কি হয় ভালোবাসাবাসি? আমি যেন নিজেকে খুঁজে ফিরি অচেনা পথে দূর অজানাতে লাজে মরি, হো আমি লাজে মরি (oh yeah) আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি (yo, yo) লাজে মরি, হো আমি লাজে মরি আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি আকাশেতে যখন তারাগুলো জ্বলে আমার অবুঝ মনটা তোরই কথা বলে বাগানেতে যখন সোহাগ ফুল ফোটে এই দু'চোখে তোরই স্বপ্ন নেচে ওঠে যদি তোর কাছে যাই কী যে হয়, হয়ে যায় আনাড়ি লাজে মরি, হো আমি লাজে মরি (oh yeah) আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি (yo, yo) লাজে মরি, হো আমি লাজে মরি (oh yeah) আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি (yo) লাজে মরি, হো আমি লাজে মরি (oh yeah) আনাড়ি, আনাড়ি, প্রেমে আনাড়ি
Writer(s): Mahmud Sunny, Robiul Islam Jibon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out