Lyrics

দূরে... উড়ে যাওয়া পাখির মতো আমি পাখি হবো উড়ে যাবো বহুদূরে... ভেসে বেড়ানো মেঘের মতো আমি মেঘ হবো ভেসে যাবো কোনো দূর দেশের দূরের পথে বৃষ্টি হবো রংধনু হয়ে আবার তোমায় দেখা দেবো দেখো হারিয়ে যাই আমি অজানায় পথে যদি দেখা হয় তুমি চিনবে কি আমায় আমি হারিয়ে যাই দূর অজানায় পথে যদি দেখা হয় তুমি চিনবে কি আমায় মেঘের গল্পে আমায় খুঁজবে কল্পনায় দেবে হাতছানি হারিয়ে যাওয়ার নেই যে মানা সত্য-মিথ্যা সব জানি মেঘের গল্পে আমায় খুঁজবে কল্পনায় দেবে হাতছানি হারিয়ে যাওয়ার নেই যে মানা সত্য-মিথ্যা সব জানি রুপকথার ভেলায় চড়ে স্বপ্ন দেবো জোছনা ছড়ানো রাতে দেখা দেবো দেখো হারিয়ে যাই আমি অজানায় পথে যদি দেখা হয় তুমি চিনবে কি আমায় আমি হারিয়ে যাই দূর অজানায় পথে যদি দেখা হয় তুমি চিনবে কি আমায় দূরে... উড়ে যাওয়া পাখির মতো আমি পাখি হবো উড়ে যাবো
Writer(s): Shondhi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out