Credits
PERFORMING ARTISTS
Sandhya Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Anupam Ghatak
Composer
Gauri Prasanna Mazumder
Songwriter
Lyrics
কে তুমি আমারে ডাকো?
অলখে লুকায়ে থাকো
ফিরে ফিরে চাই
দেখিতে না পাই
কে তুমি আমারে ডাকো?
অলখে লুকায়ে থাকো
ফিরে ফিরে চাই
দেখিতে না পাই
মনে তো পড়ে না, তবুও যে মনে পড়ে
মনে তো পড়ে না, তবুও যে মনে পড়ে
হাসিতে গেলেই কেন হৃদয় আঁধারে ভরে
সমুখের পথে যেতে
পিছনে টানিয়া রাখো
ফিরে ফিরে চাই
দেখিতে না পাই
কে তুমি আমারে ডাকো?
নতুন অতিথি দাঁড়ায়ে রয়েছে দ্বারে
তবু ফিরাতে হবে তারে, ফিরাতে হবে তারে
ভুল করে মালা যদি দিতে চাই কারো গলে
কেন কাঁপে হাত বল বাধা পাই পলে পলে
আমারই আকাশ শুধু
মেঘে মেঘে কেন ঢাকো
ফিরে ফিরে চাই
দেখিতে না পাই
কে তুমি আমারে ডাকো?
Written by: Anupam Ghatak, Gauri Prasanna Mazumder

